MBA Outsourcing Institute and Total Digital Marketing Service Agency

Friday, October 2, 2020

কি লিখবেন ? 3

 কি লিখবেন?  What wright..?

এমন কিছু যেটা আর বাকি ১০ জনের থেকে আলাদা। এমন কিছু যেটা চোখে পড়া মাত্র রবোটিক মনে হবে না। এমন কিছু যেটা পড়ে বায়ার আপনার Inbox আসতে বাধ্য হবে। যেটা দেখে মনে হবে আপনি আসলেই বায়ারের কি রিকুয়েস্ট ছিল বা বায়ার কি চাচ্ছে সেটা মনোযোগ দিয়ে পড়েই তার কাজের জন্য এপ্লাই করেছেন।

এগুলোর যথাযথ না থাকলেই বায়ার আপনার পাঠানো প্রপোজাল না পড়েই বাদ দিয়ে দিবে। কারন আপনি বাকিদের মতই একই ধরনের Common Robotic Type লেখা লিখছেন।

নিচের Buyer Request টি খেয়াল করেন-

I am interested in preparing a two-sided brochure that contains a conference schedule, map, and notes section. I have example design. Can you turn this around in one-two days in psd format?

এখানে বলা হচ্ছে যে তার ডাবল সাইডের একটা Brochure ডিজাইন লাগবে কোন একটা কনফারেন্স শিডিউল, ম্যাপ এবং নোট সেকশনের এর জন্য এবং সেটা তার / দিনের মধ্যেই লাগবে। ফাইল ফরমেট হিসেবে PSD File লাগবে। সাথে সে একটা স্যাম্পল ডিজাইন এড করে দিয়েছে যেটা দেখে আপনি আইডিয়া পাবেন তার কি রকম ডিজাইন পছন্দ।


Thursday, October 1, 2020

বায়ার রিকুয়েস্ট পাবেন কখন 2 ?


বায়ার রিকুয়েস্ট পাবেন কখন?

সাধারনত বাইরের দেশগুলতে সকালে, দুপুরে, সন্ধায় ওরা জব পোষ্ট করে। সেই অনুযায়ী ওদের সকাল মানে আমাদের সন্ধ্যা - টা, ওদের দুপুর বা লাঞ্চ আওয়ার মানে আমাদের রাত - টা, ওদের সন্ধ্যা বা রাত মানে আমাদের সকালে -১০ টা। মাঝে মাঝে আবার দুপুর  ১১ -  ২  টা বাজেও কিছু পাওয়া যায়। তবে বেষ্ট হল আমরা আমাদের সময়ে সন্ধ্যায়ই রিকুয়েস্ট সেন্ড করার ট্রাই করবো। তখনই বেশি পাওয়া যায়।




গিগ তৈরি 1

 Assalamualikum  fiverr Gig create

নতুন যারা কাজ শিখে ফাইভারে প্রোফাইল এবং গিগ তৈরি করে তাদের সবার জন্যই প্রথম অবস্থায় কাজ পাওয়া কষ্টের ব্যাপার হয়ে যায়। ভালভাবে গিগ তৈরি করা, ্যাঙ্ক করানো, সার্চ রেজাল্টে বায়ারের কাছে পৌঁছানো এবং তারপর প্রথম অর্ডারটা পাওয়া অনেক সময় সাপেক্ষ বিষয়। তবে আপনি একটু কষ্ট করলে আর ভাগ্য ভাল হলে হয়ত প্রথম অর্ডার সহজেই পেয়ে যেতে পারেন। আর সেটা হল Buyer Request এপ্লাই করার মাধ্যমে।

প্রোফাইল এবং গিগ তৈরি করে অর্ডারের জন্য - দিন বা ১০-১৫ দিন বা মাস- বছর অপেক্ষা না করে






আপনি চাইলে বায়ার রিকুয়েস্টের মাধ্যমেই আপনার অর্ডার পেয়ে যেতে পারেন। সব কিছু আপনার ভাগ্য এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয় মিলে বিবেচিত হয়। আমি প্রথম অর্ডার পেয়েছিলাম ১৩ দিনের মাথায় এবং সেটা Buyer Request এপ্লাই করে। আমার ফাইভারে যাত্রা শুরুর প্রথম বছর কোন গিগই রেঙ্ক ছিলোনা এবং আমি আমার মেক্সিমাম অর্ডার এই বায়ার রিকুয়েস্টে এপ্লাই করেই পেয়েছি।