Assalamualikum fiverr Gig create
নতুন যারা কাজ শিখে ফাইভারে প্রোফাইল এবং গিগ তৈরি করে তাদের সবার জন্যই প্রথম অবস্থায় কাজ পাওয়া কষ্টের ব্যাপার হয়ে যায়। ভালভাবে গিগ তৈরি করা, র্যাঙ্ক করানো, সার্চ রেজাল্টে বায়ারের কাছে পৌঁছানো এবং তারপর প্রথম অর্ডারটা পাওয়া অনেক সময় সাপেক্ষ বিষয়। তবে আপনি একটু কষ্ট করলে আর ভাগ্য ভাল হলে হয়ত প্রথম অর্ডার সহজেই পেয়ে যেতে পারেন। আর সেটা হল Buyer Request এপ্লাই করার মাধ্যমে।
প্রোফাইল এবং গিগ তৈরি করে অর্ডারের জন্য ১-২ দিন বা ১০-১৫ দিন বা ৬ মাস- ১ বছর অপেক্ষা না করে
আপনি চাইলে বায়ার রিকুয়েস্টের মাধ্যমেই আপনার অর্ডার পেয়ে যেতে পারেন। সব কিছু আপনার ভাগ্য এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয় মিলে বিবেচিত হয়। আমি প্রথম অর্ডার পেয়েছিলাম ১৩ দিনের মাথায় এবং সেটা Buyer Request এপ্লাই করে। আমার ফাইভারে যাত্রা শুরুর প্রথম ১ বছর কোন গিগই রেঙ্ক ছিলোনা এবং আমি আমার মেক্সিমাম অর্ডার এই বায়ার রিকুয়েস্টে এপ্লাই করেই পেয়েছি।
No comments:
Post a Comment