বায়ার রিকুয়েস্ট পাবেন কখন?
সাধারনত বাইরের দেশগুলতে সকালে, দুপুরে, সন্ধায় ওরা জব পোষ্ট করে। সেই অনুযায়ী ওদের সকাল মানে আমাদের সন্ধ্যা ৬-৯ টা, ওদের দুপুর বা লাঞ্চ আওয়ার মানে আমাদের রাত ২-৩ টা, ওদের সন্ধ্যা বা রাত মানে আমাদের সকালে ৯-১০ টা। মাঝে মাঝে আবার দুপুর ১১ - ২ টা বাজেও কিছু পাওয়া যায়। তবে বেষ্ট হল আমরা আমাদের সময়ে সন্ধ্যায়ই রিকুয়েস্ট সেন্ড করার ট্রাই করবো। তখনই বেশি পাওয়া যায়।
No comments:
Post a Comment