MBA Outsourcing Institute and Total Digital Marketing Service Agency

Saturday, December 25, 2021

Youtube SEO work

 











সাব ফর সাব আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর
Sub for Sub is very Harmful to your Youtube channel
আপনি যদি আপনার চ্যানেলে রিয়েল সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ লাইক কমেন্ট পেতে চান তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ই ও (SEO) এসইও এক্সপার্ট কাজ করিয়ে নিন

আপনার চ্যানেল এসইও করলে আপনার ওয়েবসাইট এশিয়া করলে ভিডিও করলে ভিডিও প্রমোট করলে আপনি অর্গানিক্যালি ভিউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাবেন একমাত্র এর মাধ্যমে সম্ভব তাছাড়া সাব 500 1000 2000 টাকা দিয়ে কেনা এগুলো আপনার চ্যানেলের বিরাট ক্ষতি করে
এমবিএ আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং SEO এক্সপার্ট দ্বারা কাজ করে থাকে ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ফেসবুক পেইজ

যোগাযোগ করুন : MBA Outsourcing Institute (গুগলে সার্চ করলে পাওয়া যাবে)
WhatsApp: +8801990895771




Wednesday, December 8, 2021

The type of work a social media manager does

 The type of work a social media manager does

Today, this profession is in great demand in almost all organizations, big and small. Companies use this position to promote their products/services to their customers. At one time only IT firms and private companies were employed but now many government agencies and ministries also employ social media managers to facilitate their promotion.









  1. The things that a social media manager does:
  2. Plan to promote various products/services of the organization
  3.  Create content related to products/services and post regularly to check if they are updated
  4.  Regularly monitor the performance of various posts and prepare reports
  5. Planning and implementing various social media campaigns
  6.  Provide necessary guidance and training to social media editors, content creators, and customer support teams as needed.
  7. Create and monitor budgets for various campaigns
  8.  Communicate regularly with the sales and marketing team

What is social media Marketing...?

 সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী?

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আপনার গ্রাহকরা রয়েছে যেমনঃ ফেসবুক, লিংকডইন, ইন্সটাগ্রাম, ইউটিউব, ইত্যাদি প্ল্যাটফর্মে আপনার পণ্য/সেবা সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করাই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 

কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় ?



বর্তমানে কম বেশি সবাই সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলোতে সক্রিয়। আর গ্রাহকদের সবথেকে বেশি এসব জায়গাতেই পাওয়া যেতে পারে সারাদিনের বড় একটা সময় জুড়ে। তাই তাদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে এই প্ল্যাটফর্মগুলোকে।

Monday, November 1, 2021

Facebook Name change মেটা' (Meta) মেটাভার্স (metaverse)

 নাম বদলে Facebook হল Meta !! | কেন নাম বদলাল ফেসবুক?


ফেসবুক (Facebook) সংস্থার নাম বদলে 'মেটা' (Meta) হলেও, নাম বদলাচ্ছে না অ্যাপের। বদলাচ্ছে সংস্থার লোগো। ইতিমধ্য়ে ফেসবুকের আওতায় এসেছে (Facebook Instagram , WhatsApp, Messenger। এছাড়া ডিজিটাল ওয়ালেট Novi Financial , ভিডিও কলিং অ্য়াপ Portal l এবং বার্চুয়াল রিয়্যালিটি সিস্টেম Oculus VR -এও বিনিয়োগ করেছে ফেসবুক (Facebook)।







কেন  Meta  ... ?

জানা গিয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে মেটাভার্স "metaverse" প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার জন্যই ফেসবুকের এই সিদ্ধান্ত।


মেটাভার্স (metaverse) কী ?

বিশেষজ্ঞরা বলছেন, মেটাভার্স (Metaverse) হল ভার্চুয়াল বিশ্বের ভবিষ্যৎ। ধরুন ফেসবুকে আপনি একটা সুন্দর পার্বত্য অঞ্চলের ছবি দেখছেন। যে প্রযুক্তির মাধ্যমে আপনার মনে হবে, আপনি ওই স্থানে পৌঁছে গিয়েছেন, সেই প্রযুক্তিই হল মেটাভার্স (Metaverse)। অর্থাৎ মেটাভার্স (Metaverse) হল বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল জগতের মেলবন্ধন। যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। এর মাধ্যমে আপনি ভার্চুয়াল জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারবেন।

'মেটা' (Meta) নাম বেছে নেওয়ার কারণও উল্লেখ করেছেন মার্ক জুকেরবার্গ । লেখেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ 'Beyond' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। এই শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু করা বাকি। অনেকটা পথ চলা বাকি। আর তাই এই নামকরণ।' তবে শুধু নাম বদলই নয়, মেটাভার্সের ফলে ১০ হাজর কর্মসংস্থানও হবে বলে জানা

Friday, August 20, 2021

What is SEO SEO means Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ) ...?


 ১. এসইও (SEO ) কি.... ?

SEO means Search Engine Optimization (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন )
সহজ ভাবে বলতে গেলে বলা যায় SEO হলো কোন ওয়েবসাইট কে গুগলে (google) Rank করা । গুগল ছাড়া আরো কিছু সার্চ ইঞ্জিন(search engine) আছে, যে গুলোতে ওয়েব সাইটের Rank কারার জন্য ক্লাইন্ট (client) আমাদেরকে hire করে।
তাহলে আমরা সহজে ভাবে বলতে পারি SEO হলো কোনো ওয়েবসাইট / কিওয়ার্ড র‍্যাংক করা। সার্চ SEO (Search Engine Optimization) করে করে ওয়েবসাইট Rank করতে হয়।

২. Buyer কেন আমাদেরকে ওয়েবসাইট Rank করতে দিবে?
মনে করেন আপনি গুগলে “T-Shirt” লিখে অনুসন্ধান(search) দিলেন। অনেক গুলো পৃষ্ঠা (page) আসবে গুগলে কিন্তু আপনি সাধারণত প্রথম পৃষ্ঠায় (page) যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো তে ঢুকবেন এবং হয়তো জিনিস কিনবেন অথবা ভিজিট করবেন।
আমরা যখন কোনো কিছুই গুগলে খুঁজি, তখন সার্চ দিয়ে প্রথমে যে ওয়েবসাইট গুলো আশে ওই গুলোতে প্রবেশ করি। লক্ষ লক্ষ ওয়েবসাইট আসে সার্চ দিলে কিন্তু আমরা পরের গুলো আর দেখি না।
তাই যেগুলো ওয়েবসাইট(website) প্রথম পৃষ্ঠায়(page) আসবে তাদের প্রোডাক্ট বা পণ্য বিক্রি(sell) হবার সম্ভাবনা বেশী। এই জন্য যারা অনলাইনে নতুন বিজনেস(business) শুরু করে তারা তাদের ওয়েবসাইট প্রথম পৃষ্ঠায় আনার জন্য SEO সার্ভিস কিনে আমাদের কাছে থেকে।
৩. এখন কথা হচ্ছে আপনি কি ভেবে ওয়েবসাইট র‍্যাংক করবেন?
ওয়েবসাইট Rank করার জন্য আপনাকে SEO জানতে হবে।SEO খুব ভালো ভাবে জানলে আপনার জন্য ওয়েবসাইট র‍্যাংক করা অনেক সহজ হয়ে যাবে।


৪. আসুন এখন আসি SEO কি ভাবে শিখা যায়?

SEO সাধারণত ২ ধরনের হয়ে থাকে।

(১) অফ পেজ (Page) SEO এবং
(২) অন পেজ (page) SEO


(১) অফ পেজ (page) SEO :-

কোন একটি ওয়েবসাইটকে Rank করার জন্য আমাদের ওয়েবসাইটটির Off Page SEO নিয়েই কাজ করতে হয় অনেক বেশি।
অফ পেজ (page) SEO এর জন্য আমাদের কি কি জানতে হবে?
Off Page SEO এর কিছু বিভাগসমূহ(categories) তুলে ধরলাম :

(২) অন পেজ (page) SEO :কোন একটি ওয়েবসাইটকে Rank করার জন্য আমাদের ওয়েবসাইটটির On Page SEO নিয়েই কাজ করতে হয় অনেক বেশি।অনপেজ এসইও হচ্ছে কোন ওয়েবসাইট এর ভিতরে গিয়ে কাজ করা বা পেইজ এর ভেতরে গিয়ে কাজ করা পেটের ভেতরে গিয়ে কাজ করা

social media social marketing:-
→ আমারা ইউটিউব(YouTube) থেকে ধারণা নিবো সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে Off-Page SEO তে। কি লিখে search করবেন গুগলে বা ইউটিউবে Social Marketing SEO শেখার জন্য ?




গুগলে লিখে search করবেন:
  1. What is social media SEO?
  2. How to learn social media marketing?
  3. Social media can improve my SEO result?
  4. Social media SEO tools
  5. Relationship between SEO and social media

Forum posting / Blog commenting:-
Forum posting /Blog commenting Off-Page SEO তে অনেক রিসার্চ recherché করা উচিৎ। কারণ অনেক কাজে দেয় ফোরাম পোস্টিং (Forum posting) / ব্লগ কমেন্টিং (Blog commenting) ওয়েবসাইট Rank এর জন্য। অনেক গুলো ফোরাম ওয়েবসাইট আছে যেখানে join করে ওয়েবসাইট Rank এর জন্য কাজ করা যায়। গুগল এবং ইউটিউব থেকে Search করে শিখতে হবে।
গুগলে লিখে search করবেন:
  1. What does a forum mean?
  2. What is forum posting?
  3. Types of forum posting
  4. How to do forum posting
  5. Forum posting sample

আর্টিকেল মার্কেটিং (Article Marketing):-
→ Off-page) SEO তে আর্টিকেল মার্কেটিং (Article Marketing), ব্লগ মার্কেটিং (Blog Marketing) অনেক সহায়তা করে ওয়েবসাইট র‍্যাংক করতে। আর্টিকেল মার্কেটিং এর জন্য একটু বেশী সময় দিবেন। যত বেশি রিসার্চ (recherché) করবেন ততো ভালো ভাবে আর্টিকেল মার্কেটিং করে Rank করতে পারবেন। আর্টিকেল মার্কেটিং এ মোটামুটি ইংলিশ জানলেই হবে।
গুগলে লিখে search করবেন:
  • Article marketing examples
  • How to do article marketing?
  • Article marketing strategy

★ডিরেক্টরি সাবমিশন (Directory Submission) :
→ নতুন ব্যাবসা (new business) বা নতুন ওয়েবসাইট এর জন্য ডিরেক্টরি সাবমিশন (Directory Submission) র‍্যাংক করতে অনেক সহায়তা করে। অনেক ওয়েবসাইট আছে যেখানে বিজনেস ডিটেইলস (business details) তালিকা (Listing) করা যায়। ডিরেক্টরি সাবমিশন এর মাধ্যমে এটি করতে হয়। ডিরেক্টরি সাবমিশন নিয়ে মোটামুটি রিসার্চ (research) করলেই হয়।
গুগলে লিখে search করবেন:
  1. what is Directory Submission?
  2. Free directory submission list?
  3. What is blog directory submission?
  4. Types of directory submission
  5. How to do Directory submission?

ব্যাকলিংক (Backlink):-

→ অফ পেজ (page) SEO এর সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিংক (Backlink). হাই কোয়ালিটি ব্যাকলিংক অনেক দ্রুত ওয়েবসাইট র‍্যাংক করে। ব্যাকলিংক হাই কোয়ালিটির জন্য অনেক রিসার্চ (research) করতে হবে। অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে ধারনা থাকতে হবে। আপনি ধীরে ধীরে শিখতে থাকবেন।
গুগলে লিখে search করবেন:
  1. How do I get seo backlinks?
  2. Types of backlinks in SEO
  3. how to create backlinks (step by step)

বুক মার্কিং (Bookmarking):-
→ বুক মার্কিং (Bookmarking) মটামটি সহজ কাজ এটা ১ সপ্তার মতো research করলেই হবে।
গুগলে লিখে search করবেন:
Social Bookmarking?
Why we do social bookmarking in SEO?
How to do social bookmarking in SEO?
কিছু ওয়েবসাইট বা সরঞ্জাম (Tools) যেগুলো সম্পর্কে জানতে হবে SEO করতে গেলে। নিচে এর নাম বা তালিকা দিলাম।
  1. smallseotools.com
  2. ahrefs.com
  3. semrush.com
  4. moz.com
  5. alexa.com
  6. Yoast SEO
  7. Google Search Console

৫. SEO শিখতে কতদিন সময় লাগতে পারে?

বেসিক ধারণা পেতে ১ মাস লাগতে পারে।মোটামুটি ভালো ভাবে শিখতে ৬ মাস লাগবে। SEO চর্চা যত করবেন এবং অনলাইনে research করবেন তত বেশি জ্ঞান(knowledge) বাড়বে।
SEO এমন একটা জিনিস আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট(client) এর অভাব হবে না। নিজের ক্লায়েন্ট(client) মার্কেট প্লেস ছাড়াও ব্যবস্থা (manage) করতে পারবেন।

৬. SEO এর সার্ভিস গুলো কেমন বাজেটের হয়ে থাকে?


SEO এর পরিষেবা ৫ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার এর ও হয়। সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও SEO সার্ভিস বিক্রয় বা sell করা যায়। সাধারণত ৫০ থেকে ২৫০ ডলার এর প্রজেক্ট বেশী হয়ে থাকে SEO সার্ভিস এর জন্য। মাসিক SEO সার্ভিস এর জন্য ১০০ থেকে ৫০০ ডলার দিয়ে hire করে।
★★★
Off-page SEO নিয়ে অন্য একদিন লিখবো। অফ পেজ (page) SEO এর তুলনায় অন পেজ (page) SEO অনেক ছোট। Off-page SEO শিখার জন্য ভাগ ভাগ করে রিসার্চ (research) করবেন।
কোনো দিন সোস্যাল মার্কেটিং (Social Marketing) কোন দিন ব্লগ পোস্টিং (Blog posting) কোন দিন লিংক বিল্ডিং(Link Building) নিয়ে রিসার্চ (research) করবেন শুরুতে। একদিনে সব সেক্টর নিয়ে research না করাই ভালো।
ধন্যবাদ

By MBA outsourcing institute

#SEO #keywordresearch #seotools #seoexpert2021 #mbaoutsourcinginstitute #MBAOUTSOURCING #MBAMUKTAR

Sunday, June 6, 2021

Digital মার্কেটিং কোর্সে ভর্তিচলছে

 আসসালামু আলাইকুম 


যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং শিখতে চান।

MBA outsourcing Institute দিচ্ছে সেই  সুযোগ। 

অনলাইনের মাধ্যমে ঘরে বসে শিখতে পারেন। 

 🌞২০ জনের টিম তৈরি  করা হবে 🌈


  🌍 কোর্সঃ  Digital Marketing  ঃ

1. SE0: on Page SEO,  off page SEO 

2. Social Media marketing : 


★★Facebook marketing

 ★★Professional Business Page create

★★Setup Ads Campaign, 


 ★★YouTube Marketing :   YouTube channel Create 

Chanel Art, Logo, Thumbnail 


Channel SEO optimize 

Video promotion 

Video SEO 


★★Instagram Marketing 

 ★★Twitter Marketing 

★★LinkedIn Marketing 


3. Video Editing

4.Graphic Design  

5. Wordpress Themes customisation 




তারা যোগাযোগ করুন অনলাইনে 

 এখানে শিখতে পারেন। 

Google  MBA outsourcing Institute  লিখে সার্চ দিন। 

কোর্স ঃ৷  Digital marketing course 



বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করুন ঃ 01990895771 whatsapp + imo.

MBA outsourcing Institute and Total Digital Marketing Solution Service Agency 

Nikrail Bazar,, High school Market, Bhuapur, Tangail 

Website :.  Https://mbaoutsourcing5473.wordpress.com