Freelancing

ফ্রিল্যান্সিং এর কিছু কমন প্রশ্ন
** ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং মানে হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা। মূলত অনলাইন এ নির্দিষ্ট কিছু স্কিল দ্বারা মুক্ত ভাবে নির্দিষ্ট কিছু কাজ করে ইনকাম করাটাই ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবো?
এর জন্য আপনাকে নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ে আগে দক্ষতা অর্জন করতে হবে।আপনি আগে কাজ শিখবেন। এরপর ইনকাম এর রাস্তা বেরিয়ে আসবে।
* কি কাজ শিখবো বা কোন স্কিল টা ডেভেলপ করবো?
ধরুন আপনি এনিমেশন নিয়ে কাজ শিখা শুরু করলেন । আপনি এনিশেমন নিয়ে কাজ শিখলেন কিন্তু মার্কেটপ্লেসে গিয়ে দেখলেন এনিমেশন এর কাজ অনেক কম । যা আছে সব অনেক বড় বড় প্রজেক্ট!!

* ফ্রিলান্সিং করে আয় করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে নির্দিষ্ট কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা এমন একটা বিষয়ে নেওয়া উচিত যে বিষয়টি আপনার জন্য সহজ এবং তুলনামূলক কম সময় এ শিখা যায়। আর এ বিষয়টি ও মনে রাখবেন ঐ বিষয়ে যাতে মার্কেটপ্লেস এ কাজ বেশি থাকে।
★ নিচে কিছু জনপ্রিয় সার্ভিস উল্লেখ করলাম যেগুলো শিখার পরে আপনারা অনলাইন ফ্রিল্যান্সিং সাইট গুলোতে আয় করতে পারবেনঃ










আর কারো কিছু জানার থাকলে ইনবক্সে করবেন।
ফোন ঃ WhatsApp + Imo : +8801990895771
অথবা যোগাযোগ অফিস ঃ এমবিএ আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন সার্ভিস এজেন্সি।
নিকরাইল বাজার হাইস্কুল মার্কেট, ভুয়াপুর, টাঙ্গাইল।
No comments:
Post a Comment