নাম বদলে Facebook হল Meta !! | কেন নাম বদলাল ফেসবুক?
ফেসবুক (Facebook) সংস্থার নাম বদলে 'মেটা' (Meta) হলেও, নাম বদলাচ্ছে না অ্যাপের। বদলাচ্ছে সংস্থার লোগো। ইতিমধ্য়ে ফেসবুকের আওতায় এসেছে (Facebook Instagram , WhatsApp, Messenger। এছাড়া ডিজিটাল ওয়ালেট Novi Financial , ভিডিও কলিং অ্য়াপ Portal l এবং বার্চুয়াল রিয়্যালিটি সিস্টেম Oculus VR -এও বিনিয়োগ করেছে ফেসবুক (Facebook)।
কেন Meta ... ?
জানা গিয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে মেটাভার্স "metaverse" প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার জন্যই ফেসবুকের এই সিদ্ধান্ত।
মেটাভার্স (metaverse) কী ?
বিশেষজ্ঞরা বলছেন, মেটাভার্স (Metaverse) হল ভার্চুয়াল বিশ্বের ভবিষ্যৎ। ধরুন ফেসবুকে আপনি একটা সুন্দর পার্বত্য অঞ্চলের ছবি দেখছেন। যে প্রযুক্তির মাধ্যমে আপনার মনে হবে, আপনি ওই স্থানে পৌঁছে গিয়েছেন, সেই প্রযুক্তিই হল মেটাভার্স (Metaverse)। অর্থাৎ মেটাভার্স (Metaverse) হল বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল জগতের মেলবন্ধন। যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। এর মাধ্যমে আপনি ভার্চুয়াল জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারবেন।
'মেটা' (Meta) নাম বেছে নেওয়ার কারণও উল্লেখ করেছেন মার্ক জুকেরবার্গ । লেখেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ 'Beyond' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। এই শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু করা বাকি। অনেকটা পথ চলা বাকি। আর তাই এই নামকরণ।' তবে শুধু নাম বদলই নয়, মেটাভার্সের ফলে ১০ হাজর কর্মসংস্থানও হবে বলে জানা